বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন,  বিএনপি উন্নয়নের রাজনীতি করে। তাই বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের কারো প্রতি কোন বৈষম্য করা হবে না। সিলেট-২ আসনে উন্নয়ন হবে সমানভাবে।

 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে উপজেলার ৮টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে ১৭ বছর বিএনপির নেতাকর্মী বিদেশে থেকেও মামলা, হয়রানীর শিকার হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পরে বিশ্বনাথ-ওসমানীনগরে বিএনপি দল থেকে কাউকে মামলা দিয়ে হয়রানী করা হয়নি। তবে, যারা অন্যায় করেছে তারা শাস্তি আইন অনুযায়ী শাস্তি পাবে।

 

ইলিয়াসপত্নী আরও বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালীন বিশ্বনাথ ওসমানী নগরে ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু দু:খের বিষয় যতগুলো রাস্তা করেছেন, সেইসব রাস্তার গত ১৭ বছরেও সংস্কার হয়নি। ইতিমধ্যে সবগুলো রাস্তার তালিকা করে আমরা পাঠিয়েছি। গত সপ্তাহে ওসমানীনগরের ৪টি ও বিশ্বনাথ উপজেলার ৬ রাস্তার অনুমোধন হয়েছে। বাকিগুলোও দ্রুত অনুমোধন হবে।

 

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।

 

দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম, ইউপি সদস্য গোলাম হোসেন, শানুর আহমদ, আব্দুর রুপ, তাজুল ইসলাম, মো. তানভীর হোসেন, নাজিম উদ্দিন রাহিন, নজরুল ইসলাম আজাদ, শফিক আহমদ, নুর মিয়া, শামিম আহমদ, আফিজ আলী ও সোনাবান বিবি। সভায় উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

তাহসিনা রুশদীর লুনা