হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি রোধে র‌্যাব–৯ এর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় টিকিটে নামের অমিল, নির্ধারিত গন্তব্যের বাইরে ভ্রমণ ও বিনা টিকিটে যাত্রার দায়ে সাতজন যাত্রীকে ২ হাজার ৭০০ টাকার বেশি জরিমানা করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)–৯ হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব–৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র, জঙ্গি দমন এবং টিকিট কালোবাজারিসহ নানা অপরাধ দমনে কাজ করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত সমাজ গঠনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ঢাকা–সিলেট মহাসড়কে বাসযাত্রীদের ভোগান্তি বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা হঠাৎ বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি টিকিট কালোবাজারিতে সক্রিয় হয়ে ওঠে। এতে সাধারণ যাত্রীরা অতিরিক্ত দামে টিকিট কিনতে বাধ্য হচ্ছেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বলেন, দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, রেলওয়ে স্টেশন, র‌্যাব-৯