কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান বোঝাই ৮০ বস্তা ভারতীয় চা-পাতাসহ গাড়ির চালককে আটক করেছে।  


জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাত ২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদরাসার সামনে কানাইঘাট থানা পুলিশের একটি টিম টহল ডিউটি করছিল। 


এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে ৫০ কেজির ৮০ বস্তা ভারতীয় চা-পাতা পাওয়ার পর কাভার্ড ভ্যান চালককে (২৬) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক চালক বিশ^নাথ থানার ৩৬ হাওরাবাজার গ্রামের মৃত নাইম উদ্দিনের  ছেলে মাসুম মিয়া।


থানার সেকেন্ড অফিসার নুর হোসেন জানান, থানার এস.আই শাহ আলমসহ পুলিশের একটি টি রাত ২টার দিকে চেকপোস্ট বসিয়ে ভারতীয় চা-পাতা বোঝাই কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়।

এতে মোট ৮০ বস্তায় ৪ হাজার কেজি চা পাতা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। অনুসন্ধানের পর চোরাচালানের মালিকের নাম সংযুক্ত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ।


জানা গেছে, বাংলাদেশে চিনির দাম কমে যাওয়ায় চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাক দিয়ে বর্তমানে চিনির পরিবর্তে ব্যাপক হারে কমমূল্যের ভারতীয় চা-পাতা নিয়ে আসছে।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কানাইঘাট, ভারতীয়, চা পাতা, চালক, আটক, চোরাকারবারী