সিলেট মুরারিচাঁদ( এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কলেজের গণিত বিভাগের ২০৬ নং কক্ষে এই সভা সম্পন্ন হয়েছে। 


সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক ও অ্যাসোসিয়েশনের আহবায়ক প্রফেসর অরুন চন্দ্র পাল। সভা সঞ্চালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এবং অ্যালামনাই আহবায়ক কমিটির সদস্য সচিব দিলীপ চন্দ্র রায়। সভায় চলতি বছরের ২৬ ডিসেম্বর পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় মুরারিচাঁদ (এমসি) কলেজ গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝুনু লাল অধিকারী, আ ফ ম সিরাজুল ইসলাম শামীম, তাহমিনা আহমেদ তানিয়া, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, দীপংকর দেব, আবুল কালাম আজাদ, রাজীব পাল, সাদেক আহমেদ সুহেলসহ অন্যান্য সদস্যরা। 


সভায় ৮ সদস্য বিশিষ্ট ভেন্যু নির্বাচন কমিটি গঠন করা হয় এবং আগামী ১ নভেম্বর বিকেল ৩টায় গণিত বিভাগে পরবর্তী সভায় পুনর্মিলনী উদযাপন এর জন্য মূল কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

এমসি কলেজ, গণিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন