তিন উপজেলার দুঃখ ‘চন্ডিডহর’, সেতুর দাবি লাখো মানুষের
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জনসভায় পাওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামান কামরুল।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে গত ওইদিন ধানের শীষের পক্ষে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) দলের মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
একপর্যায়ে কর্মীরা তাকে ফুল ও টাকার মালা গলায় দিয়ে শুভেচ্ছা জানান। তখন নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে কামরুজ্জামানের হাতে নির্বাচনের খরচের জন্য একটি চেক তুলে দেন। কামরুল সেটি হাতে নিয়ে দেখেন ১০ লাখ টাকার চেক। পরে তিনি চেকটি সমাবেশে উপস্থিত দলের নেতা-কর্মীদের দেখান।
পরে অনেকে বিষয়টিকে ‘কর্মীর ভালোবাসা’ হিসেবে দেখলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ এটিকে ‘রাজনৈতিক বিনিয়োগ বা স্বার্থের চক্র’ বলে মন্তব্য করেন।
এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কামরুলের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘আমি ভালোবাসা গ্রহণ করেছি, কিন্তু টাকার চেকটি আমি জনসম্মুখে ফেরত দেবো। আমি ভালোবাসাটুকু গ্রহণ করতে চাই।’
কামরুজ্জামান কামরুল সিলেট ভয়েসকে বলেন, ‘গতকাল এক জনসভায় একজন কর্মী দলকে ভালোবেসে আমাকে ১০ লাখ টাকার একটি চেক দিয়েছিলেন। আমি তার ভালোবাসাটুকু গ্রহন করেছি। আজকে একটি দলীয় প্রোগ্রামে তাকে চেকটি ফেরত দেব।’
জনসভা, কর্মী, ১০ লাখ, টাকার, চেক, ফেরত,কামরুল, সুনামগঞ্জ