ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকাতে অভিযান, ২০ যাত্রীকে জরিমানা
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৫ ২:৪১ অপরাহ্ন
সিলেটে টিকিট কালোবাজারি ঠেকাতে ট্রেনে চলাচলে যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনের যাত্রীদের টিকিট যাচাইয়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
প্রথম দিনে দুই-তিনজন যাত্রীকে টিকিট ছাড়াও পাওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।
এদিকে সিলেট রেলওয়ে স্টেশনের পেছনের অংশের তিনটি গেইট খোলা রেখে মূল ফটক দিয়ে প্রবেশকারী যাত্রীদের টিকিট যাচাই করা হয়েছে। এই সুযোগে পেছনের তিনটি গেইট দিয়ে কালোবাজারীদের কাছ থেকে ক্রয় করা ও বিনা টিকিটের যাত্রীরা পার পেয়ে গেছেন। এমনকি ট্রেনের পেছনের বগিগুলোতে রেলের কর্মচারী ও রেলওওয়ে পুলিশের যোগসাজেশে বিনা টিকিটে অনেক যাত্রী ট্রেনে চড়ে গেছেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের হাতে ধরা পড়েন মিজানুর নামে রেলওয়ের এক কর্মচারী। ৬০০ টাকায় এক সাংবাদিককে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য ট্রেনের পেছনের বগিতে তুলেন। পরে সাংবাদিক পরিচয় জানার তিনি অস্বীকার করে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেন।
এসময় তাকে গা ঢাকা দেওয়ার চেষ্টায় সহযোগীতা করতে এগিয়ে আসেন কাদির নামে রেলওয়ে পুলিশের এক সদস্য। তিনিও বিনা টিকিটে যাত্রীদের ট্রেনে তুলতে দেখা গেছে। পরে পুলিশ সদস্য কাদিরও বিষয়টি অস্বীকার করেছেন।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি ও বিনিা টিকিটের যাত্রী চলাচলে সিলেট স্টেশনের কিছু অসাধু কর্মকর্তা ও রেলের কর্মচারী, রেলওয় পুলিশ ও রেলওয়ে নিরাপত্তবাহিনীর সদস্যদের একটি বড় সিন্ডিকেট রয়েছে। এই সিন্ডিকেট আজ রেলওয়ে স্টেশনের মূল গেইট দিয়ে তাদের যাত্রীদের না ঢুকিয়ে পেছনের গেইট ব্যবহার করতে বলেছেন।
এর আগে টিকিট কালোবাজারি ঠেকাতে শুক্রবার সকাল থেকে সিলেট রেলওয়ে স্টেশনে অবস্থান করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব ও দক্ষিনসুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিহাব সারার অভি।
এসময় সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মুহাম্মদ নুরুল ইসলামসহ রেল কর্মকর্তা, র্যাব, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলি রানী দেব বলেন, 'প্রথম দিনে টিকিট ছাড়া দুই-তিনজন যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
স্টেশনের তিনটি গেইট খোলা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। খুব দ্রুত এ বিষয়ে তিনি ব্যবস্থা নিবেন।’
উল্লেখ্য, সিলেট রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। সম্প্রতি ঢাকা-সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা আরও বেড়ে যায়। এই সুযোগে আরও টিকিট কালোবাজারিদের দৌরাত্ম আরও বেড়ে যায়।
যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট সময়ে টিকিট বিক্রি শুরু হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অনলাইন টিকিট শেষ হয়ে যায়। কিন্তু পরে সেটি দ্বিগুণ দামে কালোবাজারে পাওয়া যায়। এই অনিয়ম ও টিকিট কালোবাজারিদের ঠেকাতে মাঠে নামেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম।
কয়েক দফায় সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এরপর ‘টিকিট যার, ভ্রমন তা ‘ স্লোগানকে বাস্তবায়ন করতে ট্রেনে চলাচল করতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখার সিদ্ধান্ত নেন তিনি। সেই আলোকে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম।
টিকিট, কালোবাজারি, ঠেকাতে, তিন, গেইট, মূল ফটক, অভিযান