মিনিস্টার বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশ
ইতিহাস-ঐতিহ্য
প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২৫ ২:০৬ অপরাহ্ন
সিলেট নগরীর পাঠানটুলার ঐতিহ্যবাহী ‘মিনিস্টার বাড়ি’ ভাঙার কাজ আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মিনিস্টার বাড়ি পরিদর্শন শেষে অধিদপ্তরের গবেষণা সহকারি মো. ওমর ফারুক এ নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থপতি রাজন দাস, লেখক-সাংবাদিক উজ্জ্বল মেহেদী, পরিবেশকর্মী আশরাফুল কবীর, ও সাংবাদিক নাবিল হোসেন।
সিলেটের প্রাচীন অনেক স্থাপনার মতোই সম্প্রতি হাতুড়ি শাবলের আঘাতে গুড়িয়ে দেওয়া হচ্ছিলো ‘মিনিস্টার বাড়ি’টি।
ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায় মালিকপক্ষই ঐতিহাসিক এ বাড়িটি ভেঙে ফেলছেন বলে জানা যায় তবে নান্দনিক স্থাপত্যশৈলীর দৃষ্টিনন্দন ও প্রাচীন এই বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু হওয়ায় আক্ষেপ করেছেন সচেতন নগরবাসী।
ঐতিহ্যবাহী এ বাড়িটির নাম মিনিস্টার বাড়ি হওয়ার কারণ অবিভক্ত ভারতবর্ষের আসাম প্রদেশের শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ। পরবর্তী সময়ে দেশ ভাগের পর তৎকালীন পাকিস্তান সরকারে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
আব্দুল হামিদের বোন হাফিজা বানু ছিলেন আইনজীবী আবু আহমদ আব্দুল হাফিজের মা এবং বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মোমেনের দাদী।
এই বাড়িটির সঙ্গে মিশে আছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহর স্মৃতি। তিনি এক সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন বলেও জানা যায়।
মিনিস্টার আব্দুল হামিদের চাচা মৌলভী আব্দুল করিমও ছিলেন একজন বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও জাতীয়তাবাদী কর্মী। যার বদান্যতার জন্য তাকে সিলেটের মহসীন নামে অভিহিত করা হত।
সিলেট, মিনিস্টার বাড়ি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাঠানটুলা, মিনিস্টার আব্দুল হামিদ, মৌলভী আব্দুল করিম,