১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ঢাকার ইস্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর নিথর দেহ উদ্ধার করা হয়। শুরু থেকেই ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে উপস্থাপন করা হলেও, প্রায় তিন দশক পর আদালত মামলাটিকে ‘হত্যা’ হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। দীর্ঘ এই সময় ন্যায়বিচারের দাবিতে লড়াই করা সালমান শাহর মা নীলা চৌধুরী এখন দেখছেন আশার আলো।

সম্প্রতি এক প্রতিক্রিয়ায় নীলা চৌধুরী বলেন, ‘এত দ্রুত মামলার অগ্রগতি হবে ভাবিনি। শুকরিয়া আল্লাহর। আমার শরীর–মন এখনো ভারী লাগছে, কিন্তু মনে হচ্ছে অবশেষে ন্যায়বিচারের পথে হাঁটছি।’

তিনি বলেন, ‘এই ২৯ বছরে আমাকে ও আমার ছেলেকে নিয়ে নানাভাবে অপমান করা হয়েছে। কেউ বলেছে, আমি নিজেই ছেলেকে হত্যা করেছি। অথচ আমি শুরু থেকেই জানতাম এটা আত্মহত্যা নয়, খুন। আদালতের সিদ্ধান্তে সেটাই প্রমাণিত হলো।’

নীলা চৌধুরীর দাবি, সালমান শাহর মৃত্যুর পর একটি প্রভাবশালী গোষ্ঠী টাকার জোরে ভুল তথ্য প্রচার করে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, ‘আজিজ মোহাম্মদ টাকা দিয়ে সিন্ডিকেট বানিয়েছিল। তারা মিডিয়ায় ছড়িয়ে দেয়, সালমান নাকি দুশ্চরিত্র ও লম্পট যাতে সত্য আড়ালে পড়ে যায়। দুঃখজনকভাবে কিছু মিডিয়াকর্মীও এতে জড়িত ছিল,

নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন সালমান শাহর মা বলেন,‘এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। এখন আমার ভাই আমার হয়ে সব কাজ করছে। তার জীবনের নিরাপত্তা চাই। আসামিদের পেছনে বড় শক্তি আছে, তারা যে কোনো সময় পালাতে পারে।’

তিনি আরও দাবি করেন, ‘সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে খুন করেছে। যে বিল্ডিংয়ে ঘটনা ঘটেছিল, সেই ভবনের বেশ কিছু ফ্ল্যাট আজিজ মোহাম্মদ ভাড়া নিয়েছিল। সেখানকার লোকজনও এতে জড়িত ছিল।’

Single News Bottom

শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

সালমান শাহ, নীলা চৌধুরী, হত্যা, চিত্রনায়ক