বিএনপি ক্ষমতায় এলে সিলেট হবে বাণিজ্য অঞ্চল: খন্দকার মুক্তাদির
রাজনীতি
প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২৫ ৮:০২ অপরাহ্ন
বিএনপি ক্ষমতায় গেলে সিলেটকে একটি আধুনিক বাণিজ্য অঞ্চল ও শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ (সদর-নগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠনের পর সিলেটকে বাণিজ্যিক সম্ভাবনাময় অঞ্চলে রূপ দিতে কাজ করবে। দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পরিকল্পিতভাবে পদক্ষেপ নেওয়া হবে। সিলেটকে শিল্পায়নের পথে এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব।’
শনিবার (২৫ অক্টোবর) সিলেট নগরের ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শামিমের উদ্যোগে মহিলা ভোটারদের নিয়ে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খন্দকার মুক্তাদির।
সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী হাজেরা বেগম কাজল এবং পরিচালনা করেন শিউলী বেগম টুনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ ও ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী শাজাহান আহমদ প্রমুখ।
বিএনপি, সিলেট, খন্দকার মুক্তাদির, সিলেট-১ আসন