সিলেটে তাপমাত্রা সামান্য কমবে, থাকতে পারে হালকা বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২৫ ৮:২২ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অঞ্চলের এক–দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (২৫ অক্টোবর) সকালে সিলেট আবহাওয়া অফিস জানায়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৯টায় সিলেটে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় (২৪ অক্টোবর সকাল ৬টা থেকে ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন কোনো বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৭ মিনিটে।
সিলেট, আবহাওয়া, বৃষ্টি, তাপমাত্রা