সিলেটে তাপমাত্রা সামান্য কমবে, থাকতে পারে হালকা বৃষ্টি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
বুধবার (২২ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় তা ছিল ৬৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায়—অর্থাৎ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত—সিলেট অঞ্চলে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। একইভাবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বৃষ্টিপাত হয়নি।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৫৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৯ মিনিটে।
সিলেট আবহাওয়া, আজকের আবহাওয়া, আবহাওয়া পূর্বাভাস, তাপমাত্রা সিলেট, বৃষ্টির সম্ভাবনা