একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে সরকার গঠন করে বিএনপি দেশকে জনবান্ধব ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চায়। এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্ট ৩১ দফা ঘোষণা করেছেন।

তিনি বলেন, দেশের নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, কেউ যেন বিনা চিকিৎসায় না থাকে—এই লক্ষ্যে ক্ষমতায় গেলে বিএনপি সর্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় ‘হেলথ কার্ড’ চালু করবে। এই কার্ডের মাধ্যমে সব নাগরিক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পাবেন। পাশাপাশি ভুল রোগনির্ণয় কমাতে ও চিকিৎসা সেবা সহজ করতে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডস সিস্টেম চালুর পরিকল্পনাও রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়সল আহমদ চৌধুরী। সভার উদ্দেশ্য ছিল তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার পক্ষে জনমত গঠন।

ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, দেশ এখন নির্বাচনের ট্র্যাকে উঠেছে। বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তিনি বলেন, “অপশক্তি অপতৎপরতা চালাবে, কিন্তু আমাদের থাকতে হবে বিজয়ের লক্ষ্যে অবিচল। মানুষের ঘরে ঘরে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।”

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “চিহ্নিত গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালায়। তাই ফেসবুক, টুইটারসহ সব মাধ্যমে বিএনপির সুপরিকল্পিত কর্মসূচি ছড়িয়ে দিতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলাই মিয়া। সঞ্চালনায় ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছারওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, আশফাক আহমদ চৌধুরী এবং তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সায়েক।

Single News Bottom

শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বিএনপি, সিলেট, সিলেট-৬, জাতীয় নির্বাচন, রাজনীতি