দেশের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে ‘বিকাশ–বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২৫’-এর সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে বেলুন উড়িয়ে উৎসবের সূচনা ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলার্সহোম কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম, বিকাশের ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ূন কবির, বিজ্ঞানচিন্তার সহসম্পাদক উচ্ছ্বাস তৌসিফ এবং প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ফারিহা ফিমা। আয়োজনে সহযোগিতা করে সিলেট বন্ধুসভা এবং শিক্ষার্থীদের স্ন্যাকস পার্টনার হিসেবে ছিল ড্যান ফুডস লিমিটেড।

সিলেট বিভাগের চার জেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের মোট ৫৫২ জন শিক্ষার্থী উৎসবে নিবন্ধন করে। এর মধ্যে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে। উৎসবে ছিল বিজ্ঞানভিত্তিক কুইজ, বক্তৃতা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও ম্যাজিক শো।

কুইজ ও প্রজেক্ট প্রদর্শনীতে প্রতিটি বিভাগে সেরা ১০ জন ও সেরা ১০টি দলকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের মধ্যে থাকছে সনদ, মেডেল, বই ও আকর্ষণীয় উপহার। বিজয়ীরা অংশ নেবে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে, যেখানে ল্যাপটপ, ট্যাবসহ আরও নানা পুরস্কার অপেক্ষা করছে তাদের জন্য।

দেশজুড়ে শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞানচিন্তা যৌথভাবে এই উৎসব আয়োজন করছে। এরই মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনায় আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। সিলেট পর্বের মধ্য দিয়ে শেষ হলো আঞ্চলিক আয়োজনে। আগামী ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব।

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষার্থী, বিজ্ঞানমনস্ক, উৎসব,