সিলেটে শিক্ষার্থীদের বিজ্ঞান উৎসব: প্রজেক্ট, কুইজ আর উদ্ভাবনের মেলা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২৫ ৫:১৫ অপরাহ্ন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (২২ অক্টোবর) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একদল শিক্ষার্থী এই কর্মসূচি শুরু করেন।
এসময় তারা স্লোগান দেন ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন, শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার, এডমিনিস্ট্রেশন রিমেম্বার, শাকসু ইন নভেম্বর, শাকসু নিয়ে টালবাহানা, চলবে না চলবে না ‘
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আমরা বহুবার শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শাকসু নির্বাচনের দাবি জানিয়েছি। কিন্তু প্রশাসন একাধিকবার মৌখিক আশ্বাস দিলেও কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, শাকসু নিয়ে কোনো টালবাহানা মেনে নেব না।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন শাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য। তবে নির্ধারিত সময় শেষ হলেও প্রশাসন কোনো রোডম্যাপ প্রকাশ করেনি, ফলে শিক্ষার্থীরা আজ থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন।
সিলেট, শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়