সিলেটে শিক্ষার্থীদের বিজ্ঞান উৎসব: প্রজেক্ট, কুইজ আর উদ্ভাবনের মেলা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৫ ৫:১১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামে সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক-এর পক্ষ থেকে শিক্ষা সহায়তা অনুদান প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহেল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সংগঠনের উপদেষ্টা সদস্য আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আদিলুল হক জোয়ারদার, সরকারি এমসি একাডেমীর সিনিয়র শিক্ষক জাকের আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গফফার কুটি।
স্বাগত বক্তব্য রাখেন সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, সমাজসেবী কামরান উদ্দিন বাদল, সিনিয়র শিক্ষক রোকসানা বেগম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক'র পক্ষ থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন।
গোলাপগঞ্জ, শিক্ষার আলো, সম্প্রসারণ, অনুদান, প্রদান