কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল পিস্তলসহ গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ১০:২৮ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়ায় বিপুল পরিমাণ জাল টাকা, পাঁচটি নকল বিদেশি পিস্তল ও গুলিসহ মোক্তাদির আলী রিপন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকায় মোক্তাদিরের বাসায় অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত মোক্তাদির ওই গ্রামের বাসিন্দা তৈয়ব আলীর ছেলে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও সদর কোম্পানি, সিলেটের যৌথ দল গতকাল সোমবার রাতে মোক্তাদিরের বাসায় অভিযান চালায়। অভিযানে বসতঘরের আলমারি থেকে প্রায় ৩০ লাখ টাকার দেশি এবং ৬০ লাখ টাকার বিদেশি জাল নোটসহ মোট এক কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া আসল সদৃশ পাঁচটি নকল বিদেশি পিস্তল ও আট রাউন্ড নকল গুলিও উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছেন যে তিনি গত তিন মাস ধরে অনলাইনে বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে জাল টাকা ও নকল পিস্তল কিনে আগ্রহী ব্যক্তিদের কাছে বিক্রি করে আসছেন।
প্রথমে ভিডিও কলের মাধ্যমে এসব নকল জিনিস আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করে পরবর্তীতে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করতেন বা ভুয়া ডেলিভারি স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিতেন। এতে করে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন বলে জানান র্যাব কর্মকর্তারা।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামী মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।’
কুলাউড়া জাল নোট, র্যাব অভিযান, নকল পিস্তল উদ্ধার, মৌলভীবাজার খবর, অনলাইন প্রতারণা, কুলাউড়া গ্রেপ্তার