ছবিঃ লিফট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম
বলেছেন, ‘শিক্ষা ও গবেষণার পরিবেশ আধুনিক ও মানসম্মত রাখতে অবকাঠামোগত উন্নয়ন
অপরিহার্য।’


মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ^বিদ্যালয়ে নতুন ভবনে ক্যাপসুল লিফট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন

বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক—শিক্ষার্থীদের সুবিধার্থে এফভিএবিএস অনুষদের নতুন ভবনে ক্যাপসুল লিফট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।


উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই লিফট স্থাপন তারই অংশ। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ ও দপ্তর প্রযুক্তিনির্ভর, সময়োপযোগী ও নিরাপদ পরিবেশে পরিচালিত হোক। উন্নত শিক্ষার পাশাপাশি প্রশাসনিক সেবায়ও গতিশীলতা আনতে আধুনিক অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি তেমনি তার সার্বক্ষণিক যত্ন একান্ত প্রয়োজন।’


উদ্বোধনী অনুষ্ঠানে সিকৃবির ট্রেজারার, বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার,বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক—শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শিক্ষা ও গবেষণা, আধুনিক , অবকাঠামোগত, উন্নয়ন, সিকৃবি, উপাচার্য