সুনামগঞ্জ সরকারি কলেজে পুরাতন শহীদ মিনার ভেঙে নামফলক নির্মাণ, বিভিন্ন মহলের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ৮:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদরে অবস্থিত ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বাড়ানো ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে প্রশাসনের উদ্যোগে ‘মিড ডে মিল’ চালু করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রঞ্জু মিয়া, বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জিলানীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ইউএনও বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্ননে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষে অভিভাবকদের নিয়ে সমাবেশ করেন। সমাবেশে তিনি জানতে পারেন দূরদূরান্ত থেকে আসা অনেক শিক্ষার্থী সকালের খাবার না খেয়ে বিদ্যালয়ে আসায় টিফিনের সময় চলে যায় এবং উপস্থিতির হার কমে যায়। তাই তিনি এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর ও প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার জানান, এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এতে করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের হার বাড়বে বলে বিশ্বাস করেন তাঁরা।
ইউএনও জনি রায় বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেসকল শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসেনি তাদেরকে সমাজসেবা থেকে উপবৃত্তিরও ব্যবস্থা করা হবে।
মিড ডে মিল, ধর্মপাশা, সুনামগঞ্জ