কুলাউড়ায় কোটি টাকার জাল নোট ও নকল পিস্তলসহ গ্রেপ্তার ১
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ১:৪৪ অপরাহ্ন
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ টাকার ভারতীয় মালামালসহ তিনটি সিএনজি ও চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে এয়ারপোর্ট থানার উপ—পরিদর্শক (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন কালাগুল চা বাগানের মুসলিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৩টি সিএনজি অটোরিকশা থেকে ২৬টি কম্বল, কিটক্যাট চকলেট ৩ হাজার ৭৭০ পিস, খালি প্যাকেট ভর্তি ১টি বস্তা ও মেনটস রেইনবো ১ হাজার ৪২৫ পিস। সব মিলিয়ে উদ্ধারকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। জব্দ তালিকা মূলে মালামালগুলো জব্দ করা হয়।
এ সময় মুসা মিয়ার মুদি দোকানের সামনে সাহেববাজার—শাহপরানগামী সড়কের ওপর থেকে তিনটি সিএনজি ও ভারতীয় মালামালসহ চারজনকে আটক করা হয়।
গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জের বাদশা চাকলদারের ছেলে হারুন চাকলদার (২৮)। তিনি বর্তমানে দক্ষিণ সুরমার কদমতলীতে বসবাস করছেন। সিলেটের মেজরটিলা ইসলামপুর কলোনীর মৃত আব্দুর রউফের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৩৫), একই এলাকার মতিন মিয়ার ছেলে রজব আলী (২৬), হবিগঞ্জের মৃত মশব আলীর ছেলে মো. জাহিদ মিয়া (৩৭) । তিনি বর্তমানে মেজরটিলা মুকিরপাড়ায় বাসায় বসবাস করছেন।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয়, মালামাল,সিএনজি, গ্রেফতার