মিরপুরে কারখানা-গোডাউনে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ১৬
দৈনন্দিন
প্রকাশঃ ১০ অক্টোবর, ২০২৫ ১১:১০ অপরাহ্ন
সিলেট কেনো বৈষম্যের শিকার হচ্ছে এর জবাব দিতে হবে, এমন মন্তব্য করেছেন সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে তার নিজ বাসভবনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, রেলওয়ের টিকিট সহজলভ্য এবং রেলের বগি বৃদ্ধি এবং বিমানের ভাড়া ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন আরিফুল হক চৌধুরী।
আরিফুল হক বলেন, “এই সরকারে সিলেটের কোন প্রতিনিধি নাই। চট্টগ্রাম সিটি করপোরেশনকে ২০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে সিলেটকে দেয়া হয়েছে মাত্র তিন কোটি টাকা।”
তিনি আরো বলেন, “সিলেট-ঢাকা এখন সিলেটবাসীর গলার কাঁটা। ২০২২ সালে শুরু হয়েছিল ছয় লেন সড়কের কাজ। কিন্তু ২০২৫ সালে এসে সড়কের কাজ শেষ হয়েছে ১৫ ভাগ। সাধারণ মানুষকে জরুরি কাজে ঢাকা যেতে হলে তিন ঘণ্টার পরিবর্তে ১৪ ঘণ্টায় যেতে হয়। মহাসড়ক এখন যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। সংস্কার আর সম্প্রসারণ কাজের নামে আমাদেরকে নিয়ে টালবাহানা করা হচ্ছে।”
সাবেক মেয়র বলেন, “সাধারণ যাত্রীরা ট্রেনের টিকেট পায় না। কালোবাজারিরা অনলাইন থেকে সব টিকেট ক্রয় করে অবৈধ ব্যবসা করছে। বিমানওয়ালারা করছে মনোপলি ব্যবসা। সিলেটবাসীকে নিয়ে রীতিমতো তামাশা করা হচ্ছে। এসব আর বরদাস্ত করবো না।”
তিনি বলেন, “১২ অক্টোবর থেকে কোর্ট পয়েন্টে প্রতীকি ধর্মঘটের ডাক দিয়েছি। কেনো বর্তমান অন্তর্বর্তী সরকার সিলেটের প্রতি উদাসীন? এ বৈষম্যের জবাব দিতে হবে।”
সিলেট, বৈষম্য, আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র, সংবাদ সম্মেলন, ঢাকা-সিলেট মহাসড়ক, সিলেট রেলওয়ে,