সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরবাসীর নিরাপত্তা ও সেবাকে আরও সহজলভ্য করতে ‘GenieA’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে।


আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অ্যাপটির উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী। 

 

উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনার জানান, GenieA অ্যাপ গুগল প্লে-স্টোর ও আইওএস থেকে ডাউনলোড করা যাবে। আগামী ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় পরীক্ষামূলকভাবে এটি চালু করা হবে এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে সব থানায় সম্প্রসারণ করা হবে।


প্রাথমিকভাবে অ্যাপটিতে দুটি ফিচার যুক্ত করা হয়েছে। প্রথমটি হলো এসওএস বাটন। যে কোনো বিপদে ক্লিক করলে কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে তথ্য পৌঁছাবে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাবে।


দ্বিতীয়টি ইনসিডেন্ট রিপোর্টিং। এর মাধ্যমে নাগরিকেরা যেকোনো অপরাধের তথ্য পাঠাতে পারবেন। প্রয়োজনে শুধুমাত্র পুলিশ কমিশনারও এ তথ্য দেখতে পারবেন।


আবদুল কুদ্দুস চৌধুরী জানান, ভবিষ্যতে ধাপে ধাপে আরও প্রায় ১৬টি ফিচার চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকবে—সিসিটিভি মনিটরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্লেষণ, ড্রোন নজরদারি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্লকচেইনভিত্তিক প্রমাণ সংরক্ষণ, এআই–ভিত্তিক আইনি সহায়তা, জিডি ও মামলা লেখার সুবিধা, ট্রাফিক ফাইন প্রদান, জরুরি অ্যাম্বুলেন্স সেবা এবং সাইবার অপরাধ দমনের ব্যবস্থা।


কমিশনার বলেন, ‘আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি। এ জন্য নগরবাসীকে আহ্বান জানাই, আপনারা আমাদের সহযোগিতা করুন।’


অনুষ্ঠানে এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, এসএমপি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, GenieA App, জিনিয়া অ্যাপ,