সুনামগঞ্জ সরকারি কলেজে পুরাতন শহীদ মিনার ভেঙে নামফলক নির্মাণ, বিভিন্ন মহলের ক্ষোভ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৪ অক্টোবর, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ন
সুনামগঞ্জ সরকারি কলেজে পুরাতন শহীদ মিনার ভেঙে প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের স্মরণে নতুন স্মৃতিফলক নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রনেতারা। তাদের দাবি, শহীদ মিনার ভেঙে নামফলক নির্মাণ করা ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অসম্মান।
জানা গেছে, মহান মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ সরকারি কলেজের চার শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস বীরবিক্রম, তালেব আহমদ, গিয়াস উদ্দিন ও আলী আজগর শহীদ হন। পরে তাদের স্মরণে পুকুরঘাটে শহীদ মিনার নির্মাণ করা হয়।
সম্প্রতি ওই পুরাতন শহীদ মিনার ভেঙে প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের নামফলক নির্মাণের কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও কলেজের প্রাক্তন ছাত্রনেতারা। তারা জানান, কলেজে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও শহীদ মিনার ভেঙে নামফলক করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোনাজ্জির হোসেন সুজন বলেন, ‘প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের নামফলক অবশ্যই ভালো উদ্যোগ। তবে কলেজে জায়গার অভাব নেই। শহীদ মিনার ভেঙে এটি করা অত্যন্ত নিন্দনীয়।’
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর শিক্ষার্থীরাই শহীদ মিনারটি নির্মাণ করেছিল। এতে কলেজের চার শহীদের প্রতি আবেগ জড়িয়ে আছে। কোনো পরামর্শ ছাড়াই এটি ভাঙা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বলেন, ‘একটি স্মৃতিফলক ভেঙে আরেকটি স্মৃতিফলক করা ঠিক নয়। এজন্য এই কাজ বন্ধ করতে হবে।’
তবে কলেজ প্রশাসন বলছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল রহমান বলেন, ‘আমাদের কলেজে নতুন আরেকটি শহীদ মিনার নির্মাণ হয়েছে। তাই পুরাতন মিনার ভেঙে নামফলক নির্মাণে আমাদের কোনো আপত্তি ছিল না।’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের অনুরোধেই ওখানে স্মৃতিফলক নির্মাণ হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আজ জেলা প্রশাসকসহ অনেকে কথা বলেছেন। তাই কাজ আপাতত বন্ধ রাখতে বলেছি। প্রয়োজনে আগের আদলে পাশেই আরেকটি শহীদ মিনার নির্মাণ করা যেতে পারে।'
সুনামগঞ্জ সরকারি কলেজ, শহীদ মিনার, স্মৃতিফলক, শিক্ষার্থীদের ক্ষোভ, মুক্তিযোদ্ধা, সুনামগঞ্জ সিলেট