ছবিঃ এহতেশাম হক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লন্ডনের সাবেক কাউন্সিলর ও দলটির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এহতেশাম হক।


বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সিলেটে বেড়ে উঠা এহতেশাম হক দীর্ঘদিন ধরে কমিউনিটি সংগঠক, রাজনৈতিক কর্মী ও গবেষক হিসেবে দেশ-বিদেশে কাজ করছেন। 


তিনি যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। 


এ সময় তিনি হাউজিং ও রিজেনারেশন সাব-কমিটির চেয়ারম্যান এবং লাইসেন্সিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লেবার গ্রুপের নির্বাচিত মিডিয়া ও কমিউনিকেশনস অফিসার ছিলেন।


রাজনীতির পাশাপাশি তিনি আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প ও গবেষণা কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন। 


বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রোকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (CPTU) ও স্থানীয় সরকার বিভাগের DPHE-এর বিভিন্ন প্রকল্পে তিনি আন্তর্জাতিক পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্রাজিল, তুরস্ক, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশে কার্যক্রম ও প্রশিক্ষণ পরিচালনা করেছেন তিনি।


কোভিড-১৯ মহামারির সময় এহতেশাম হক মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের রিসার্চ ও কমিউনিটি এনগেজমেন্ট লিড হিসেবে যুক্তরাজ্যে BAME কমিউনিটির স্বাস্থ্য ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।


শিক্ষাজীবনে তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিস, ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনিস্টার ও লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবস্থাপনা, কমিউনিটি লিডারশিপ ও আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।


সিলেট বিভাগের নেতাকর্মীরা তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁদের বিশ্বাস, এহতাশামুল হকের অভিজ্ঞতা, নেতৃত্ব ও কর্মদক্ষতা সিলেট বিভাগের সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করে তুলবে।

Single News Bottom

শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, এহতেশাম হক, বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব,