প্রতিবাদের মুখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। 

আজ বিকেলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগের প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনায় ও সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে গৃহীত বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো। যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।

এক বছর পূর্বের র‍্যাগিং ইস্যুতে কেন্দ্র করে ২৩৭ তম সিন্ডিকেট সভায় একজন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও চব্বিশ জনকে বিভিন্ন মেয়াদে ও হল থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান সাধারণ শিক্ষার্থীরা। অনেক বিভাগের শিক্ষার্থী প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রহসন দাবি করে ক্লাস পরীক্ষা বর্জন করেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বহিষ্কারাদেশ, সিন্ডিকেট