সিলেটে একদিনে আরও ৩ জনের ডেঙ্গু শনাক্ত
যাপিতজীবন
প্রকাশঃ ৮ অক্টোবর, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন
সিলেট বিভাগের এবার টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা প্রায় ৩০ লাখ এবং জেলায় এবার টিকা প্রদান করা হবে ১০ লাখ ১৬ হাজার ৫০২ জন শিশুকে। আগামী রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এই ক্যাম্পেইন। আগামী ১১ নভেম্বর টিকা প্রদান করা হবে
টিকাদান উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসব তথ্য জানানো হয়েছে।
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কর্মশালা ও সিলেট সিটি করপোরেশন আয়োজিত অবহিতকরণ সভায় আরও জানানো হয়-আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশের মতো সিলেট মহানগরেও টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হবে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেলথ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে নগরের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি-সমমান পর্যন্ত সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
এতে জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠান ও সিসিকের ইপিআই টিকা কেন্দ্রও ছাড়াও টাইফয়েড ভ্যাকসিনের জন্য নগরে ৪টি স্থায়ী টিকা কেন্দ্র চালু করা হয়েছে। ১২ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত পুরো এক মাস এসব টিকা কেন্দ্রে টিকা প্রদান করা হবে। ছিন্নমূল ও পথশিশু যাদের জন্মনিবন্ধন নেই, তাদেরও টিকা প্রদান করা হবে। যাদের জন্মসনদ নেই তারা শুধু একবারই ভ্যাকসিন সনদ পাবে। আর নিবন্ধিতরা যখন প্রয়োজন তখনই অনলাইন থেকে ভ্যাকসিন সনদ ডাউনলোড করতে পারবেন।
টাইফয়েড টিকা, সিলেট