ছবিঃ সাংবাদিক আবদুল মুকিতের সহধর্মিণীর মৃত্যুতে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের শোক

দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবদুল মুকিতের সহধর্মিণী মুনমুন আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব। 


রবিবার (২মার্চ) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। 


শোক বার্তায় জানানো হয়, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবদুল মুকিতের সহধর্মিণী মুনমুন আক্তার গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় তিনি সিলেট মহানগরের মিরাবাজার এলাকাস্থ তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪২ বছর।


রবিবার (২মার্চ) বাদ আছর জানাজা নামাজ শেষে সিলেট মানিকপীর টিলা কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব ( সিউজা) এর পক্ষ থেকে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি ও ক্লাব নেতৃবৃন্দ।

এছাড়া শোক বার্তায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সাংবাদিক আবদুল মুকিত, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব, শোক