ছবিঃ যুবদল এবং ছাত্রদলের মাসব্যাপী ফ্রি ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী

মদিনা মার্কেট এলাকাসহ সিলেট নগরীর বিভিন্ন স্থানে মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগ নিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল এবং ছাত্রদল। রবিবার (২ মার্চ) বিকালে নগরীর মদীনা মার্কেট এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। 


রবিবার (২ মার্চ) রাতে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২ মার্চ) মদীনা মার্কেট এলাকায় প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী রোজাদারদের জন্য ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন  সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ।  


উদ্বোধনকালে কয়েস লোদী বলেন, সিলেট যুবদল ও ছাত্রদলের এই মহতী উদ্যোগ প্রশংসনীয়। পুরো পুরো রমজান মাসব্যাপী এ কার্যক্রমের মাধ্যেম তারা সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা তাদের দায়িত্বপালন করছেন। দেশে অসংখ্য অসহায় ও দরিদ্র মানুষের বাস করেন। তারা সারাদিন রোজা রাখেন কিন্তু তাদের সামান্য ইফতার কেনার সামর্থ্য হয় না। এছাড়াও অনেক পথচারীরও চলার পথে ইফতার করার সময় ও সুযোগ হয় না। এসব রোজাদারদের মধ্যে ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণের মাধ্যমে তাদের কার্যক্রম মাসব্যাপী পরিচালনা করবেন। নৈতিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধ থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে যুবদল ও ছাত্রদল কাজ করে যাচ্ছে দেশব্যাপী। 


উদ্বোধনকালে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খাঁনের সভাপতিত্বে এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন অপু ও রুম্মান আহমদের যৌথ পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, এয়ারপোর্ট থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য উসমান গনী, বিএনপি নেতা আব্দুল্লাহ শাহেদ শফি, মহানগর ছাত্রদলের সভাপতি ও জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শফিকুল ইসলাম শফিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, যুবদল নেতা আজাদুর রহমান আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির সুহেল, মহানগর যুবদলের সহ সাংগঠনিক শাহিন আহমেদ, আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রদল সহ সাধারণ সম্পাদক বিপুল হোসেন, সহ সাংগঠনিক ফয়সাল আহমেদ। আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা আবির বক্স, মুমিন আহমেদ, ফয়ছল আহমেদ, জয় চৌধুরী, লাহিন আহমেদ, রুম্মান আহমেদ, বেলাল হোসেন, আব্দুল আহাদ নুমান, সাগর, ইমন আহমেদ, জাবেদ আহমেদ, সানি, তানভির, আতিক , তুহিন, রিয়াদ, জুবায়ের, ফারদিন সহ আরো অনেকে। শুরুতে কোরআন তেলায়েত করেন হাফিক জিহাদ আহমদ সাদ।


উল্লেখ্য, মাসব্যাপী ফ্রি ইফতার ও বিশুদ্ধ খাবার পানি বিতরন কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছেন মোগলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী আমির উদ্দিন। 

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন