ন্যায়বিচারের আলো দেখছেন সালমান শাহর মা নীলা চৌধুরী
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে পৌর শহরের ৯নং ওয়ার্ডের ইলামেরগাওঁ দক্ষিণের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্পোর্টস অর্গানাইজেশন ইউ, কে এর আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এসোসিয়েশন সাবেক সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ টিপু পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, নবনির্বাচিত পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চেয়ারম্যান, বাংলাদেশ টাইগার্স রাহাত শামস্।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ, বাংলাদেশ হাই—পারফরম্যান্স (এইচ.পি) দল রাজিন সালেহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন শেখঘাট পাইওনার্স ক্লাব ও পাইওনার্স গ্রিন ক্লাব এবং সাবেক ক্রিকেটার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জগলু, সিলেট জেলা ক্রিকেট দলের প্রধান কোচ রানা মিয়া, ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটার শামীম আহমদ শেহনাজ, অলংকারী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান লিটন মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউ.কের বাংলাদেশ সমন্ময়ক ওয়াসিম আহমদ, সাবেক ক্রিকেটার এমরান আলী এনাম।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেটার সাব্বির আহমদ।
বিশ্বনাথ, উপজেলা, ক্রিকেট, উন্নয়ন, মতবিনিময় সভা