পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল। রোববার (৩ মার্চ) নগরীর পাঠানটুলা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী বলেন, রমোজান সংযম, সহমর্মিতা ও ত্যাগের মাস। এই মাসে আমাদের উচিত মানবতার সেবায় এগিয়ে আসা। স্বেচ্ছাসেবক দল সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।'

তিনি বলেন, 'নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার কারণে অনেক মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। আগামীতেও আমরা এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।' 

সদস্য সচিব আফছর খান বলেন, 'স্বেচ্ছাসেবক দল মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো।

এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমীর আলী, আজিজ খান সজিব আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান দিপু, সালাউদ্দিন সাকেরসহ থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।



Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সিলেট, স্বেচ্ছাসেবক দল,