সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ইসলামের সুমহান মর্যাদা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে ইমামগণ অগ্রনী ভুমিকা পালন করেন। 


তিনি বলেন, বাংলাদেশে ইমাম ও মোয়াজ্জিমদের বেতন সন্তোষজনক নয়। বিএনপি ক্ষমতায় গেলে সামাজিক শান্তি শৃঙ্খলা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইমামদের সম্পৃক্ত করা হবে। ইমাম ও মোয়াজ্জেমদের সম্মানজনক বেতন ভাতা নিয়ে সরকারের কাছে জোরালো দাবী জানানো হবে।
 
বৃহস্পতিবার  (২৩ অক্টোবর ) দুপুর ২ ঘটিকায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলার  বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
জাতীয় ইমাম সমিতি ও জালালাবাদ ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 

ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও জালাবাদ ইমাম সমিতির গোয়াইনঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,  জালালাবাদ ইমাম সমিতির সাংগঠনিক সম্পাদক বিলাল উদ্দিন।
 
সভায় গোয়াইনঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নের  ইমাম সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মসজিদের সম্মানিত ইমামবৃন্দ উপস্থিত ছিলেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, মতবিনিময়, ইমাম