বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি টেকসই, পরিবেশবান্ধব ও জনমুখী উন্নয়ন পরিকল্পনা। 

 

তিনি বলেন, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চল নিজের সম্পদ ও সামর্থ্য অনুযায়ী বিকশিত হবে, জনগণের জীবনমান উন্নত হবে, প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে।

 

সোমবার (২০ অক্টোবর) বিকেল সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মিফতাহ্ সিদ্দিকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের আত্মনির্ভরশীল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও স্বাধীনকে রক্ষার অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বেই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সঠিক দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে। তাই একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। পাহাড়, নদী, ঝরনা ও খনিজ সম্পদ এই এলাকার উন্নয়নের অফুরন্ত সম্ভাবনা বহন করছে। এই সম্পদকে নির্বিচারে শোষণ নয়, বরং পরিকল্পিত ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগাতে হবে—যাতে এখানকার মানুষের জীবনমান উন্নত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। এই তিন উপজেলা শুধু সম্পদে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তুললে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সারা দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে, যা কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নবজাগরণ আনবে। আর এসব বাস্তবাণ করতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ শামসী'র পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, পূর্ব জাফলং বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা প্রমুখ।

 

এ সময় মদরিছ আলী, আহমদ হুমায়ুন জামাল, বেলাল হোসেন, হাছান আল আমিন ফাহিম, আমির হোসেন, সাইদুজ্জামান, দেলোয়ার হোসেনসহ গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে গোয়াইনঘাট বাজারে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মিফতাহ সিদ্দিকী, তারেক রহমান ৩১ দফা, গোয়াইনঘাট বিএনপি, ধানের শীষ, সিলেট রাজনীতি