ছবিঃ সংগৃহীত

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল ‘সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী ফোরাম’। চেম্বারের নির্বাচন ঘিরে সিলেটের ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে উত্তাপ। রাজনৈতিক প্রভাব, ব্যবসায়িক সম্পর্ক ও দীর্ঘদিনের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে এবারও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুই শক্তিশালী প্যানেলের মধ্যে।

সিলেট ব্যবসায়ী ফোরাম প্যানেলে সভাপতি পদে রয়েছেন এহতেশামুল হক চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনামুল কুদ্দুছ চৌধুরী এবং সহ-সভাপতি পদে রয়েছেন মো. নাফিস জুবায়ের চৌধুরী।

তাদের অর্ডিনারি শ্রেণির পরিচালক পদে প্রার্থী হয়েছেন, আব্দুর রহমান রিপন, মোতাহার হোসেন, আব্দুল হাদী পাবেল, সৈয়দ জাহিদ উদ্দিন, মো. ইমরান হোসাইন, মো. আবুল কালাম, খন্দকার কাওসার আহমদ রবি, মো. মাজহারুল হক, মো. নাহিদুর রহমান, কামরুল হামিদ, শামছুর রহমান কামাল ও আবু সুফিয়ান।
 
এছাড়াও অ্যাসোসিয়েট শ্রেণির পরিচালক পদে প্রার্থী হয়েছেন জিয়াউল হক, মোক্তাদির হোসেন তাপাদার, মো. মামুনুর রশিদ, দিবাকর দাস ঝোটন, রেহান উদ্দিন রায়হান ও মো. ইব্রাহিম খলিল।

ব্যবসায়ী ফোরামের সভাপতি প্রার্থী এহতেশামুল হক চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীদের আন্দোলনের ফসল এই নির্বাচন। চেম্বারকে পুনরায় কার্যকর ও সিলেটকে একটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।’

গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ আত্মগোপনে চলে গেলে সংগঠনটি কার্যত অচল হয়ে পড়ে। পরে ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের নেতৃত্বে কিছুদিন কার্যক্রম চললেও সদস্যদের দাবিতে তিনি ও আরও চার পরিচালক পদত্যাগ করেন। এরপর থেকেই চেম্বারের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

Single News Bottom

শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট চেম্বার অব কমার্স