শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি রোধে অভিযান, ৭ যাত্রীকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৫ ১:২৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় দুইটি গুদামের অভিযান চালিয়ে ১৭৪ বস্তা ভারতীয় চোরাই চিনি আটক করেছে সেনাবাহিনী। তবে উক্ত ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শনিবার (১ মার্চ) রাত ২ টা হতে ৩ টা পর্যন্ত ঘন্টাব্যাপী বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট (২৭ বীর ইউনিট) এর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুইটি গুদামে তল্লাশী চালিয়ে একটিতে ৬৯ বস্তা ও অপর গুদামে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।জব্দ করা চিনির বস্তাগুলো জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তাপুর, সেনাবাহিনী, অভিযান