সিলেটের ডেপুটি কমিশনার মো. সারওয়ার আলম বলেছেন, ‘পরিশ্রম করতে না পারলে তুমি যতই মেধাবী হও না কেন, সফলতা অর্জন করা সম্ভব নয়। তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমরা যদি মনোযোগ দিয়ে লেখাপড়া না করো, তাহলে শুধু তোমরাই নয়, তোমাদের জেলা ও উপজেলা ও দেশ পিছিয়ে পড়বে।’

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ওসমানীনগরের গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষকতাকে পেশা নয়, বরং নেশা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, সে দায়িত্ব আপনাদের।’

 

ডিসি মো. সারওয়ার বলেন, ‘অভিভাবকরা সন্তানদেরকে আপনাদের (শিক্ষক) কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন। এই আমানতের খেয়ানত করবেন না, বরং তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলুন।’

 

কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। 

 

নবীনবরণ শেষে দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন ডিসি।

 

এছাড়া তিনি দুপুর ২টায় ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইটায় থানা, ৩টায় সাবরেজিস্ট্রার অফিস এবং সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন—ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি কয়েছ মিয়া, সাধারণ সম্পাদক কবির মিয়া ও সিনিয়র সাংবাদিক জুবেল আহমদ সেকেল প্রমুখ।

Single News Bottom

শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শিক্ষক, ডিসি সিলেট, সারওয়ার আলম, ওসমানীনগর