সিলেটে জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। 


বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিদাড়া কান্দিরমুখ মসজিদের দক্ষিণে তাজ উদ্দিনের বাড়ির পাশে চতুল-লালাখাল রোডের উপর ঘটনা ঘটে। 


নিহত যুবকের চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। তিনি সুপারি বহনকারী একটি গাড়ির শ্রমিক ছিলেন। 

এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাঁড়া দেননি। পরে বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির পক্ষ থেকে গুলিতে মৃত্যুর বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। 

গণমাধ্যমে  পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি দাবি করছে, চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিজিবি সদস্যরা ৪/৫ রাউন্ড ফাঁকা ছুঁড়েছে। এতে হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুইরঘাট বিওপির ৪ জন বিজিবি সদস্য দুইটি মোটর সাইকেলযোগে টহল দেওয়ার সময় পঁচা সুপারি বহনকারী একটি পিকআপকে ধাওয়া দেন। এক পর্য়ায়ে পিকআপের পেছন থেকে গুলি ছুঁড়েন বিজিবির সদস্যরা। এতে পিকআপের উপরে শ্রমিক আলমাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। 
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বিক্ষোব্ধ জনতা বিজিবিকে ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, গুলিবিদ্ধ হয়ে পিকআপ ভ্যানের একজন শ্রমিকের মুত্যু হয়েছে। চোরাকারবারি সন্দেহে বিজিবি সদস্যরা গুলি করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে, এ ঘটনার পর বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। 

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বিজিবির সুরাইঘাট বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্তিখাল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে  টহলদল একটি অবৈধ পণ্যবাহী পিকআপ আটক করলে সশস্ত্র চোরাকারবারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে টহলদলের উপর হামলা চালায় এবং আটককৃত মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।এসময় টহলদলের সদস্যরা নিরুপায় হয়ে ০৪-০৫ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুর, গুলি, যুবক, নিহত, বিজিবি, চোরাকারবারি