শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি রোধে অভিযান, ৭ যাত্রীকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২৫ ৮:১১ অপরাহ্ন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ লঙ্ঘন করে পানকৌড়ি পাখি শিকার ও বিক্রির অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রইছগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আলীপুর গ্রামের মনির উদ্দিনের পুত্র ফারুক মিয়া (৫৫) কে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের সূত্র জানায়, ফারুক মিয়া শিকার করা পানকৌড়ি পাখিটি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসেন। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবমুক্ত করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অনুমতি ছাড়া বন্যপ্রাণী শিকার, হত্যা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।
হবিগঞ্জ, নবীগঞ্জ, পানকৌড়ি, জরিমানা, প্রশাসন