শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি রোধে অভিযান, ৭ যাত্রীকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবন থেকে সার্জিক্যাল সামগ্রী চুরির অভিযোগে প্রলয় দে (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসক কক্ষ থেকে চুরি করে পালানোর সময় তাকে আটক করেন এমএজি ওসমানী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ এসআই দেবাশীষ দেবসহ তার সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তারকৃত প্রলয় দে সিলেট নগরের লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা। তার পিতা মৃত কানু দে ও মাতা মায়া রানী দে।
পুলিশ জানায়, প্রলয় দে হাসপাতালের চিকিৎসক কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইনজেকশন, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী চুরি করছিলেন। পরে হাতেনাতে তাকে আটক করা হয়।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মামলা (নং–৪৩, তারিখ–১৯/১০/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৬১/৩৮০ ধারায় রুজু করা হয়।
গ্রেপ্তারকৃতকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।