মধ্যরাতে সিলেট নগরীর আম্বরখানা থেকে অভিযান চালিয়ে ৩৮৮ বোতল ফেনসিডিলসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে সিলেটের কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সিপিএসসি এর একটি আভিযানিক দল ২ মার্চ দিবাগত আনুমানক রাত ১টার দিকে সিলেটের কোতয়ালী থানাধীন আম্বরখানাস্থ পূর্ব দরগাগেইট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য সরবরাহ কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজি জব্দ করা হয়।  


আটককৃতরা হলেন, হবিগঞ্জের নবিগঞ্জের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জের দোয়ারাবাজারের   আব্দুল মোনাফের ছেলে মোঃ টিপু আহমদ (৪২), এবং সিলেটের কোম্পানিগঞ্জের ধরনী বিশ্বাসের ছেলে  রতন বিশ্বাস (২০)।  


র‌্যাব আরও জানায়, মাদ্রকদ্রব্য আইনের আওতায় মামলা দায়ের পূর্বক আটককৃত ব্যক্তি, জব্দকৃত মাদক ও আলামত সিলেটের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


সার্বিক বিষয়ে র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন