অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সিলেট ভয়েস তাদের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে যাচ্ছে তা যেন অরাজনৈতিক হয় বলে মন্তব্য করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন।  


সোমবার (২১ এপ্রিল) বিকালে সিলেট নগরীর সোবহানিঘাটস্থ হেরিটেজ রেস্টেুরেন্ট এ্যান্ড ব্যানকুয়েট হলে সিলেট ভয়েস’র নবরূপের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। 


তিনি বলেন, সিলেট ভয়েস অনলাইন নিউজ পোর্টাল ৭বছরের পথযাত্রায় নতুন আঙ্গিকে আংশিক পরিবর্তন করতে যাচ্ছে। অর্থাৎ আরও উন্নীত হতে যাচ্ছে। আমি প্রত্যাশা করবো অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সিলেট ভয়েস তাদের যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে যাচ্ছে তা অরাজনৈতিক হোক, কল্যাণকর হোক। 


অ্যাডভোকেট শাহিন আরও বলেন, আমরা বর্তমানে অনলাইনে অভ্যস্ত। কেননা অনলাইন নিউজ পোর্টালগুলো আমাদের জন্য খুবই সময়োপযোগী। আমরা এগুলোর উপর সবচেয়ে বেশি আপডেটেড থাকি। তবে বর্তমানে অনেকগুলো অনলাইন নিউজ পোর্টাল আছে। এদের মধ্যে প্রতিযোগিতা হয়, আর এই প্রতিযোগিতা থাকাও স্বাভাবিক। তবে তাতে বস্তুনিষ্ঠতা থাকতে হবে।


তিনি আরও বলেন, আমরা পূর্বে আমাদের কাজের জায়গায় গিয়ে বা বাড়িতে গিয়ে কাগজগুলো দেখে আসতাম। কিংবা পরের দিন দেখে আসতাম। কিন্তু বর্তমানে আমরা অনলাইনে তথ্য পাচ্ছি, এজন্য অনলাইন পোর্টালগুলো আমাদের জন্য কল্যাণকর । 


এসময় সিলেট ভয়েস’র নবযাত্রা বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ার প্রত্যাশা জানিয়ে সিলেট আইনজীবী সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

Single News Bottom

শেয়ার করুনঃ

নবযাত্রা থেকে আরো পড়ুন

এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট ভয়েস, অনলাইন নিউজ