অবশেষে নিজস্ব ভূমি পেল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়
নবযাত্রা
প্রকাশঃ ১১ অক্টোবর, ২০২৫ ৫:০২ অপরাহ্ন
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের জন্য পূর্ব নির্ধারিত ৭৯.১২ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজার এ জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন।
সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারীর কাছে এর হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারী।
তিনি বলেন, ‘প্রায় ৮০ একর জমি আমরা পেয়েছি। জমি সংক্রান্ত আর কোন জঠিলতা আমাদের রইলো না। এবার আমরা বাকি কার্যক্রমগুলো অতিদ্রত শুরু করব।’
হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ ইসমাইল পাটোয়ারী।
নিজস্ব, ভূমি,, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়