সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আবুল হাসেম। অভিযানে বাজার এলাকার সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা ৩০টির বেশি অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়।

জানা যায়, জেলার অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বাদাঘাট বাজারে দেড় হাজারেরও বেশি ছোট-বড় দোকান রয়েছে। এর মধ্যে বেশ কিছু ব্যবসায়ী সরকারি সড়ক দখল করে স্থাপন করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান, যার ফলে সৃষ্ট হয় যানজট ও জনদুর্ভোগ। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, “বাজার বণিক সমিতির মাধ্যমে আগেও বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তাই জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

তিনি আরও জানান, অভিযানে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর উচ্ছেদ অভিযান, বাদাঘাট বাজার অভিযান, সুনামগঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদ, মোহাম্মদ আবুল হাসেম ইউএনও, তাহিরপুর প্রশাসনিক অভিযান, ভ্রাম্যমাণ আদালত সুনামগঞ্জ, সড়ক দখল উচ্ছেদ, বাদাঘাট বাজার যানজট, তাহিরপুর উপজেলা প্রশাসন, সুনামগঞ্জ নিউজ