ছবিঃ গ্রেফতার খালেদ আহমেদ


সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বাঘেরপাড় বাজার এলাকা থেকে ২৮২ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ এপ্রিল ) রাত আনুমানিক ১টার দিকে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এর একটি আভিযানিক দল সিলেট-তামাবিল হাইওয়ে সংলগ্ন বাঘেরপাড় বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২৮২ বোতল বিদেশি মদসহ মো. খালেদ আহমেদ (২৯) নামের এক যুবককে আটক করা হয়। তিনি গোয়াইনঘাট থানার ৫নং আলীরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের বাসিন্দা এবং আতাউর রহমানের ছেলে।
 
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারের পর খালেদ আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত মদগুলো গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোয়াইনঘাট মাদক উদ্ধার, র‍্যাব অভিযান সিলেট, বিদেশি মদ জব্দ, খালেদ আহমেদ গ্রেফতার, সিলেট মাদকবিরোধী অভিযান, বাঘেরপাড় বাজার সিলেট, র‍্যাব-৯ অভিযান, সিলেট মাদকদ্রব্য মামলা, আলীরগাঁও ইউনিয়ন সিলেট, সিলেট-তামাবিল হাইওয়ে