সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর পুত্র তুষার আহমদ চৌধুরী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন সিলেটের আইনজীবীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সিলেট জেলা জজ আদালতে এক ঘণ্টার এই কর্মবিরতি পালন করা হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তারা তুষার হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে শাহী ঈদগাহস্থ ভ্যালী সিটি আবাসিক এলাকার কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন তুষার আহমদ চৌধুরী (১৯)। তিনি অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর একমাত্র সন্তান এবং একজন কলেজ শিক্ষার্থী ছিলেন।

তুষার হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং একাধিক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এখনো ঘটনার মূল রহস্য উদঘাটন ও সংশ্লিষ্ট সব অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবিতে সরব এলাকাবাসীসহ বিভিন্ন পেশাজীবী মহল।

সিলেট জেলা আইনজীবী সমিতির নেতারা জানিয়েছেন, ন্যায়বিচারের স্বার্থে তাদের এ প্রতিবাদ কর্মসূচি। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তুষার আহমদ চৌধুরী হত্যা, সিলেট হত্যাকাণ্ড, সিলেট আইনজীবী কলমবিরতি, সিলেট জেলা জজ আদালত, সাজেদ আহমদ চৌধুরী পুত্র হত্যা, আইনজীবী সমিতি কর্মসূচি, ভ্যালী সিটি সিলেট, শাহী ঈদগাহ সিলেট, সিলেটের অপরাধ সংবাদ, কলেজ শিক্ষার্থী খুন