শায়েস্তাগঞ্জে টিকিট কালোবাজারি রোধে অভিযান, ৭ যাত্রীকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৮ মার্চ, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জে তুষের বস্তার নিচে লুকিয়ে পাচার করা ভারতীয় কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ মার্চ) সকালে শহরের সাহেবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২৮ ব্যাটালিয়নের সদস্যরা সাহেবাড়ি ঘাটে নোঙর করা একটি স্টিলবডি নৌকায় অভিযান চালান। এ সময় তুষের বস্তার নিচে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ভারতীয় থানকাপড়, থ্রিপিস, শাড়ি, লেহেঙ্গা ও স্যুটপিসের প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার করা কাপড়ের বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানানো হয়।
বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, গত দুই দিনে তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও কাপড় জব্দ করেছে বিজিবি।
ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কায় বিজিবির সব বিওপিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা।
নামগঞ্জে তুষের বস্তার নিচে লুকিয়ে পাচার করা ভারতীয় কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।