সিলেট শহরতলীর দাসপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বুধবার (৫ মার্চ) ইফতারের আগ মুহুর্তে নগরীর শাহপরাণ থানার খাদিমনগর ইউনিয়নের দাসপাড়া, বংশীধর, বালুটিকর, চকগ্রাম, ও হালুপাড়ার গ্রামের দু'পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।  

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, ইফতারের আগ মূহুর্তে আধিপত্যের জেরে দাসপাড়া, বংশীধর, বালুটিকর, চকগ্রাম, ও হালুপাড়া গ্রামের মানুষজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। এসময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণের ঘটনাও ঘটে, পরে ঘটনাস্থলে যৌথবাহিনীর পুলিশ ও সেনাবাহিনী আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এদিকে ঘটনার পরপরই দাসপাড়া এলাকা পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।    

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে যৌথবাহিনী। বিশৃঙ্খলাকারীদের ধরতে আমাদের অভিযান এখনও  চলমান রয়েছে। পরে আমরা বিস্তারিত জানাব।     

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পাঁচ গ্রামের মানুষ ইফতারের আগে থেকে সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে। এখন পর্যন্ত আমরা তিনজনকে আটক করেছি।

 

Single News Bottom

শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট শহরতলীর দাসপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে