ছবিঃ বক্তব্য রাখছেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের সভাপতি ও ভাষা সৈনিক মতিন উদ্দিন আহমদ জাদুঘরের পরিচালক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার বলেছেন, সাংবাদিকতার মাত্রাটাকে সিলেট ভয়েস তার উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারলে সিলেট ভয়েস হবে সিলেটের ভয়েস। সোমবার (২১ এপ্রিল) সিলেটের হেরিটেজ রেস্টুরেন্ট অ্যান্ড ব্যানকুয়েট হলে দেশের প্রথম হাইপারলোকাল গণমাধ্যম সিলেট ভয়েসের নবযাত্রা অনুষ্ঠানে এ কথা বলেন। 


তিনি বলেন, একটি নতুন দৃষ্টিভঙ্গি, একটি নতুন প্রতিশ্রুতি, নতুন আঙ্গিকে নবযাত্রার সাথে নবমাত্রা যোগ করতে হবে। তাহলে সিলেট ভয়েস সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করতে পারবে। 


তিনি বরেন, সাংবাদিকতার ক্ষেত্র বিশাল। আমি দুইটা ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করবো। যে দুইটা বিষয়ের সাথে আমাদের অস্তিত্বের প্রশ্ন আসে। প্রথমটি হচ্ছে পরিবেশ, আমরা জানি সারা পৃথিবীব্যাপী পরিবেশের কিভাবে ধ্বংসযজ্ঞ চলছে। আর আমাদের দেশে তো মারাত্মক অবস্থা। আমরা যে পরিবেশ নিয়ে কাজ করি এবং ইন্টারেস্টেড, আমরা বলতে চাই, সিলেট ভয়েস যেন এ পরিবেশকে গুরুত্ব দিয়ে যেন তাদের কার্যক্রম চালায়। দ্বিতীয় বিষয়টা হলো মাদক, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলবো, এই দুইটা ব্যাপার নিয়ে সিলেট ভয়েস যেন এগিয়ে আসে, একটু কাজ করে। তাহলে আমার মনে হয় কাজের কাজ হবে। 


সিলেট ভয়েসের প্রতি তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেট ভয়েস নিশ্চয়ই সাংবাদিকতায় উচ্চ মাত্রা যোগ করেবে।

Single News Bottom

শেয়ার করুনঃ

নবযাত্রা থেকে আরো পড়ুন

সিলেট ভয়েষ, সিলেট, মিলনমেলা, হাইপারলোকাল,