কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবকের মৃত্যু
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় একটি দোকান থেকে এক মিষ্টি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম রাজিব কৃষ্ণ সরকার (৩৩)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার জয় কৃষ্ণ সরকারের ছেলে। জাফলংয়ের মামার দোকান বাজারে তার একটি মিষ্টির দোকান ছিল।
পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে এক ক্রেতা মিষ্টি কিনতে দোকানে গিয়ে দেখতে পান, দোকানের শাটার সঠিকভাবে বন্ধ নেই এবং ভেতর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি শাটার তুলে দেখেন, রাজিব দোকানের টিনের চালার বর্গার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। ঘটনাটি বাজারের অন্য ব্যবসায়ীদের জানানো হলে তারা দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল হোসেন বলেন, লাশটিতে পচন ধরেছে, ধারণা করা হচ্ছে তিনি ৩-৪ দিন আগেই মারা গেছেন। তবে আত্মহত্যা না হত্যা তা এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ, লাশ, মরদেহ, আত্মহত্যা, সিলেট, জাফলং, গোয়াইনঘাট