কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে যুবকের মৃত্যু
অপরাধ-বিচার
চারজনের মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা
প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বারো চান্দুরা গ্রামের দিনমজুর ছাবু মিয়া হত্যা মামলায় ১৬ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এ কে এম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মাধবপুরের বারো চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া এবং আবদুল মৌলার ছেলে আবুল হোসেন। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ছাবু মিয়ার স্ত্রী রাশেদা বেগমের সঙ্গে একই গ্রামের এমরান মিয়ার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ২০০৭ সালের জুন মাসে রাশেদা বেগম তাঁর স্বামী ও তিন সন্তানকে ছেড়ে এমরানকে বিয়ে করে বাড়ি ছাড়েন। এতে ছাবু ও এমরানের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয়।
২০০৯ সালের ১৩ এপ্রিল সন্ধ্যায় এমরান ও তাঁর সহযোগীরা ‘জরুরি দরকার’ দেখিয়ে ছাবু মিয়াকে বাড়ি থেকে ডেকে নেন। সেদিন রাতে তিনি আর ফেরেননি। পরদিন ১৪ এপ্রিল স্থানীয় সমমতপুর হাওরে ছাবু মিয়ার গলাকাটা লাশ পাওয়া যায়। শরীরজুড়ে ছিল ধারালো অস্ত্রের আঘাত। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
ঘটনার পরদিন ছাবু মিয়ার বড় ভাই হাফিজ মিয়া মাধবপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ছাবু মিয়ার সাবেক স্ত্রী রাশেদা বেগম ও তাঁর দ্বিতীয় স্বামী এমরানসহ ১০ জনকে আসামি করা হয়। ২০০৯ সালের মে মাসে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করে। তবে চার্জশিট থেকে রাশেদা বেগম, তাঁর ভাই সেলিম মিয়াসহ পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়। মামলার বিচার চলাকালে এক আসামির মৃত্যু হয়।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বুধবার বিকেলে বিচারক রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী চার আসামির মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
হবিগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামছু মিয়া চৌধুরী বলেন, “বিচারক রায় ঘোষণার পর আসামিদের পুলিশের বিশেষ নিরাপত্তায় হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
হবিগঞ্জ, দিনমজুর, ছাবু মিয়া হত্যা, রায়, বিচার, মৃত্যুদণ্ড