বৃষ্টি নেই তাপমাত্রাও অপরিবর্তিত, সিলেটে শুষ্ক আবহাওয়া
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ৬:২৪ অপরাহ্ন
গেল কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় সিলেট অঞ্চলে শুষ্ক আবহাওয়া অব্যাহত রয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতের আমেজ ধীরে ধীরে বাড়লেও দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমছে না।
আজ বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
রাতে তাপমাত্রা কিছুটা কমলেও দিনে উষ্ণতা প্রায় একই থাকবে। আজ সকাল ৯টায় আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৭০ শতাংশে।
আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তার আগের ২৪ ঘণ্টাতেও বৃষ্টি ছিল শূন্য। ফলে নভেম্বর মাসের শুরু থেকেই শুষ্ক আবহাওয়া স্থায়ী রূপ নিচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৬টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত বিকেল ৫টা ৪ মিনিটে।
সিলেট আবহাওয়া, সিলেটে বৃষ্টি নেই, শুষ্ক আবহাওয়া সিলেট, সিলেট তাপমাত্রা আজ, আবহাওয়া অধিদপ্তর সিলেট, সিলেটের আজকের তাপমাত্রা