সুষম উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত নগর উপহার দিতে চাই: খন্দকার মুক্তাদির
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ন
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। এই এলাকার সম্পদ থেকে সারা দেশের উন্নয়ন হয়। অথচ আমরা উন্নয়ন থেকে বঞ্চিত।
তিনি বলেন, সিলেট নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ পরিকল্পনা রয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে তাঁর পরিকল্পনামাফিক এই তিন উপজেলাকে (কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট) এমনভাবে গড়ে তুলবো, যাতে কেউ প্রবেশ করলেই মনে হবে প্রকৃত অর্থেই তারা একটি পর্যটন এলাকায় প্রবেশ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) জৈন্তাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছা সেবকদলসহ অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
আরিফুক হক বলেন, পরিবেশের দোহাই দেওয়া আর চলবে না। এটা আর হতে দেয়া হবে না, আমাদের হিস্যা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা রাষ্ট্রের ক্ষতি, পরিবেশের ক্ষতি চাইনা। তবে সনাতন পদ্বতিতে আমরা পাথর উত্তোলন করে, এই এলাকা ও দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই।
ঐতিহ্যবাহী ইরা দেবী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল হাফিজের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম প্রমুখ।
এর আগে সকালে তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নে ও বিকেলে জৈন্তাপুর পূর্ব বাজারে গণসংযোগ করেন। গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট-৪ বিএনপি প্রার্থী, আরিফুল হক চৌধুরী সংবাদ, জৈন্তাপুর বিএনপি সভা